বিনোদন

সাড়া ফেলছে জয়ের নতুন গান ‘মামলা দেবো’

Share this:

সম্প্রতি সাউন্ড বিডি’র ব্যানারে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে কণ্ঠশিল্পী জয়-এর গাওয়া নতুন মৌলিক গান ‘মামলা দেবো’। তরুণ সিং এর কথায় গানটির সুর করেছেন এস কে সানু। সংগীতায়োজন করেন তরিক আল ইসলাম।গানটির ভিডিও নির্মাণ করেছেন দীপঙ্কর।

গানটি প্রসঙ্গে কন্ঠশিল্পী জয় বলেন, “এটি একটি টিম ধাঁচের কথার গান। গানটি আমার নিজেরও খুব পছন্দের এবং অনেক ভালোবাসা থেকে কাজটি করা। আশা করি, শ্রোতাদের কাছেও গানটি জনপ্রিয়তা পাবে।গানটি মুক্তি হওয়ার পর থেকে অগণিত দর্শকদের ভালোবাসা পাচ্ছি। একজন শিল্পীর এটাই বড় প্রাপ্তি।

উল্লেখ্য, শিল্পী জয়ের এর আগের মৌলিক গান ‘ধোঁকা’ শ্রোতাদের মনে জয় করে নেয়। সেই সফলতার ধারাবাহিকতায় এবার তিনি নিয়ে এলেন ‘মামলা দেবো’। শ্রোতাদের প্রত্যাশা অনুযায়ী গানটি হবে বিশেষ আকর্ষণীয়। ভিডিওসহ গানটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার পর ভক্তদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *