আন্তর্জাতিকবিনোদনহলিউড

প্রেমিকাকেই বিয়ে করলেন নায়িকা

Share this:

(জ্যেষ্ঠ প্রতিবেদক ,সোয়েব সিকদার )-দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ‘টোয়াইলাইট’খ্যাত হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। তার স্ত্রীর নাম ডিলান মায়ার। তিনি একজন চিত্রনাট্যকার। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে নিজেদের বাড়িতে বিয়ে সেরেছেন সমকামী এই দুই নারী। বিয়েতে খুব ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বন্ধুদের মধ্যে অভিনেত্রী অ্যাশলে বেনসন ও তার স্বামী ব্র্যান্ডন ডেভিস ছিলেন। বিয়েতে গোপনীয়তা রক্ষার দিকটিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল। 

ক্রিস্টেন-ডিলান তাদের সম্পর্কের খবর প্রথম প্রকাশ্যে আনেন ২০১৯ সালের অক্টোবর মাসে। ২০২১ সালে বাগদান সারেন তারা। তবে সেটি গোপন রেখেছিলেন দুজনেই

এদিকে বিয়ের পরিকল্পনা নিয়ে এক সাক্ষাৎকারে ক্রিস্টেন বলেছিলেন, আমি ধুমধাম করে বিয়ে করতে চাই। আমরা হয়তো হঠাৎই সিদ্ধান্ত নেব। এই সপ্তাহান্তে বিয়েটা করা যাক, এই ভেবে বিয়ে করব। তারপর সকলের সঙ্গে দেখা করব। আসলে আমি ভালো করে পরিকল্পনা করতে পারি না।

সন্তানের মা হওয়ার প্রসঙ্গে ক্রিস্টেন বলেছিলেন, আমি জানি না আমার পরিবার কেমন হবে। কিন্তু কোনও ভাবেই আমি বাচ্চার কথা ভাবিনি। আবার হতেই পারে, হঠাৎ মনে হলো, আমি সন্তান চাই। অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে আমার ভয় নেই। বাচ্চাদেরও ভয় লাগে না। কিন্তু সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি আমার কাছে ভীতিপ্রদ।

প্রসঙ্গত, ২০১১ সালের ৩০ অক্টোবর মুক্তি পায় জনপ্রিয় হলিউড সিনেমা ‘টেয়াইলাইট’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেন ক্রিস্টেন স্টুয়ার্ট ও রবার্ট প্যাটিনসন। এ সিনেমায় অভিনয় করার আগেই অর্থাৎ ২০০৯ সালে সম্পর্কে জড়ান তারা। পরবর্তীতে তা ভেঙে যায়। 

স্টুয়ার্ট অভিনীত ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ সিনেমার পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন ক্রিস্টেন। ২০১২ সালে এটি প্রকাশ্যে আসে। অসম এই প্রেম নিয়ে ক্ষমাও চান এই নির্মাতা। অভিনেত্রী স্টেলা ম্যাক্সয়েলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। ২০১৯ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন তারা।

ক্রিস্টেন স্টুয়ার্টের প্রেমিক-প্রেমিকার তালিকা দীর্ঘ; কখনো পুরুষ, কখনো নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে ২০১৭ সালে ক্রিস্টেন স্টুয়ার্ট ঘোষণা দেন— তিনি সমকামী। ২০১৩ সালে সিনেমার শুটিং সেটে ডিলান মায়ারের সঙ্গে পরিচয় হয় ক্রিস্টেন স্টুয়ার্টের। অভিনেত্রী স্টেলা ম্যাক্সয়েলের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ডেট করা শুরু করেন ক্রিস্টেন-ডিলান। ২০২১ সালে বাগদান সারেন তারা। সর্বশেষ আইন মেনে বান্ধবীকে বিয়ে করলেন ৩৫ বছরের এই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *