ধর্ম ও জীবন

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি

Share this:

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই দাবি জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রাজধানীর কামরাঙ্গীরচরের জামিয়া নুরিয়া মাদরাসায় কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ ঢাকা মহানগরীর ৪নং জোনের উদ্যোগে আয়োজিত এ সভা গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জোন সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, কাদিয়ানি সম্প্রদায় এদেশের মুসলমানদের ঈমান-আকিদা নষ্ট করছে। দীর্ঘদিন ধরে আলেম-ওলামা ও তৌহিদি জনতা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে আসছে, কিন্তু সরকার সে দাবি উপেক্ষা করছে। সরকার যদি শান্তিপূর্ণ দাবিকে উপেক্ষা করে, তবে প্রয়োজনে দুর্বার আন্দোলনের মাধ্যমে এ দাবি আদায় করা হবে।

তিনি আরও বলেন, কাদিয়ানিদেরকে কাফের ঘোষণার দাবি সকল মুসলমানের অভিন্ন দাবি। রাজনৈতিক দলগুলোকে আগামী জাতীয় নির্বাচনের ইশতেহারে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা অন্তর্ভুক্ত করতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ১৫ নভেম্বর ২০২৫ তারিখে মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর আহবানে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক মহাসম্মেলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াতের কেন্দ্রীয় নেতা মুফতি সুলতানা মহিউদ্দিনের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা জুবাইর আহমদ, মাওলানা রাশেদ বিন নূর, ইসলামিয়া ইসলামবাগ মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা আব্দুল কাইউম, মাওলানা সানাউল্লাহ হাফিজ্জী, মাওলানা সানাউল্লাহ খান, মুফতি হাবিবুর রহমান, মাওলানা শামসুদ্দিন বড়াইলি, মাওলানা ইয়ামিন হুসাইন আজমী, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *