মুক্তি পাচ্ছে চিত্রনায়ক সাদমান সামীরের সিনেমা ‘উদীয়মান সূর্য’
দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন চিত্রনায়ক সাদমান সামীর। তবে বর্তমানে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন সিনেমা নিয়েই। তার অভিনীত নতুন সিনেমা ‘উদীয়মান সূর্য’ আগামী ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধভিত্তিক মৌলিক গল্পে নির্মিত এ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন নির্মাতা এস এম শফিউল আযম। লিনেট ফিল্মস প্রযোজিত সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাদমান সামীর ও কান্তা নুর। এছাড়াও রয়েছেন শিশির আহমেদ, তামান্না জুলি, ওবিদ রেহান, সাজ্জাদ সাজু, আনোয়ার সিরাজী, গুলশান আরা পপি, এবিএম সোহেল রশীদসহ অনেকে।
সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়ক সাদমান সামীর ডেইলি বাংলাদেশ টাইমকে বলেন,“দারুণ একটি সিনেমার গল্পে কাজ করেছি। মুক্তিযুদ্ধকেন্দ্রিক এ চলচ্চিত্রে অংশ নিতে পেরে আমি গর্বিত। চারজন মুক্তিযোদ্ধার সত্যিকারের অভিজ্ঞতা শুনে গল্পটি নির্মিত হয়েছে। শীতের মধ্যে পদ্মা নদীর চরে শুটিং করেছি, সবটুকু উজাড় করে অভিনয় করেছি। আশা করি দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন।”‘উদীয়মান সূর্য’ সিনেমাটিতে গান ও গল্পের সমন্বয়ে মুক্তিযুদ্ধের এক অনন্য দিক তুলে ধরা হয়েছে। এ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহও দেখা যাচ্ছে।
প্রসঙ্গত, প্রায় দেড় যুগ আগে সিটিসেল ফোনের বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেন সাদমান সামীর। এরপর নাটক ও সিনেমায় নিয়মিত কাজ করতে থাকেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে এপার ওপার, টাইম মেশিন ও সুপারহিরো।

