বিনোদন

দুই নাটক এবং এক টিভিসি দিয়ে ফিরলেন আমান রেজা

Share this:

ঢাকাই সিনেমার চিত্রনায়ক আমান রেজা।প্রায় ১২ বছরের ক্যারিয়ারে সিনেমা করেছেন ৪০টির মত। মুক্তি পেয়েছে ২৮টি এবং বিজ্ঞপন করছেন ৪২ টির মতো।তিনি শুধু নিজেকে সিনেমায় বন্দি করেননি বরং বহু নাটক-টেলিফিল্মও করেছেন।তিনি ইন্টারন্যাশনাল সিনেমায় কাজ করেছেন।

তবে করোনার কারণে তিন মাস বাসায় বন্দি ছিলেন এবং বন্দি থাকা অবস্থায় নয়নতারা হাউজিং লিমিটেড নামের একটি নাটকে ঘরে বসেই শুটিং করেছিলেন।তবে ইউনিটে কাজ করেননি যদিও শুটিং এর নিষেধাজ্ঞা থাকার কারণে কেউই তখন শুটিং করেননি।গত মাসের প্রথম সপ্তাহ থেকে আবারো শুটিং শুরু হয়েছে এবং ফিরেছেন সকল অভিনেতা অভিনেত্রীরাও। টানা মাস পর ক্যামেরার সামনে দাঁড়ালেন চিত্রনায়ক আমান রেজাও।

আমান রেজা ডেইলি বাংলাদেশ টাইমকে জানান ,প্রায় তিন মাস ঘরে ছিলাম খুব মিস করছিলাম প্রিয় শুটিং স্পটটি।বিশ মার্চ লাস্ট ইউনিটসহ কাজ ছিল তবে ঘরে বসে কিছু কাজ আবার করেছি।তবে আবারো প্রপার ইউনিটে বাহিরে কাজ শুরু করলাম।দুইটা নাটক এবং একটি টিভিসি দিয়েই ফিরলাম কাজে।গত মাসের ২৯ এবং ৩০ তারিখ কাজী সোহাগ পরিচাললিত দুইটা নাটক এর শুটিং করলাম পুবাইলে একটি হচ্ছে ‘গৃহ যুদ্ধ’ এখানে আমার সহশিল্পী ছিলেন মানসী প্রকৃতি এবং অপরটি ছিল ‘হোম কোয়ারেন্টাইন’ এখানে আমার সহশিল্পী ছিলেন রিমি করিম।নাটকটি লিখেছেন রুহুল আমিন পথিক।দুটি নাটকই বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভির পর্দায় প্রচারিত হবে।

তিনি আরো বলেন ,ভিশন ব্যান্ডের একটি ফ্রিজের টিভিসির শুটিং করলাম এই মাসের চার তারিখে।তিনটে গল্পের এটি একটি সিরিজ আকারে প্রচারিত হবে।এটি নির্মাণ করেছেন মাসুদ জাকারিয়া সাবিন এবং সহশিল্পী ছিলেন রেবেকা সুলতানা দীপা।এটা আমার ৪২ তম বিজ্ঞাপন হলো।

কাজের ফেরার প্রসঙ্গে যোগ করে আরো বলেন তিনি ,আসলে ভালো লাগলো কাজে ফিরে এবং ব্যাক করাটা দরকার ছিল।তাই ব্যাস্ততা শুরু করলাম এবং আরো কিছু কাজের আলাপ চলছে ও এই মাসেই আরো কিছু কাজ করবো হয়তো দু একদিন ব্রেক দিয়ে।নাটক এবং টিভিসির শুটিং এর সময় খুব সচেতন ভাবে আমরা কাজ করেছি।দুরুত্ব এবং স্বাস্থ্যবিধি মেনেই কাজ হয়েছে এবং ইউনিট থেকেও যথেষ্ট কেয়ারিং করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *