বরিশাল বিভাগ

গৌরনদীতে জমি নিয়ে বিরোধ

Share this:


জমিজমা নিয়ে বিরোধের জেরধরে বসতবাড়ী থেকে উৎখাতসহ একটি পরিবারকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব বাকাই গ্রামের।
ওই গ্রামের দিন মজুর রহমান বেপারী জানান, ১৯৯৫ সালে একই গ্রামের মৃত ছবদের বেপারীর ওয়ারিশদের কাছ থেকে পূর্ব বাকাই মৌজায় ৩১ শতক জমি তিনি (রহমান) এবং স্ত্রী রেনু বেগম সাব কবলামূলে দলিল করেন। সে অনুযায়ী তারা জমি ভোগ দখল করে আসছেন। তার (রহমান) দলিলকৃত জমি মা, দুই ভাই ও এক বোনের নামে ভুলবশত ভাবে রেকর্ড হয়। এরইমধ্যে ২০১২ সালে তিনি কোর্টে রেকর্ড ভাংগার মামলা করেন। রহমান বেপারী অভিযোগ করে বলেন, রেকর্ড ভাংগা মামলা চলমান অবস্থায় ২০১৩ সালে তার (রহমান) দুই সহদর বিরোধীয় ১৫.৭০ শতক জমি সমরসিংহ গ্রামের মৃত রহম আলী হাওলাদারের পুত্র জাকির হাওলাদার কাছে বিক্রি করে দেয়।
তিনি অভিযোগ করে আরও বলেন, বিরোধীয় জমি ক্রয় করার পরই জাকির হাওলাদার জমিতে জোরপূর্বক ঘর উত্তোলণ করে। বর্তমানে জাকির হাওলাদার পুরো জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে। এনিয়ে গত কয়েকদিন পূর্বে জাকির হাওলাদারের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়। থানায় লিখিত অভিযোগ দেয়ার জেরধরে জাকির হাওলাদার ও তার লোকের তাকে (রহমান) বসতবাড়ী থেকে উৎখাত করে পুরো পরিবারকে মেরে ফেলার হুমকি প্রদান করে। নিজের ক্রয়কৃত জমি রক্ষায় তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *