রাজু চাকলাদার এর “চাঁদোয়া মন”
“এ বুকে চাঁদের নদী গভীর হৃদয়ের ভাঁজে ভাঁজে, সাজানো নিকোটিন পাঁজরের সিঁড়ি বেয়ে নেমে যায় বুকে মোহনায় এক এক ডুব, ওঠে আবার ডুব
গলে যায় চাঁদের শরীর’ এমনই চমৎকার কথার গান ‘চাঁদোয়া মন’। কাব্যিক ঢঙে রচিত উপমাবহুল এই গানে, উপমা প্রয়োগে রয়েছে মুন্সীয়ানার জলছাপ। রক প্যাটার্নের চমৎকার এই গানটির সুর, সংগীত এবং গায়কীও হৃদয়স্পর্শী। চাঁদের উপমায় ওঠে এসেছে প্রিয়তমার সাথে ঘটে যাওয়া অতীত আর নদীর বাতাবরণে ফুটে ওঠেছে একজন ব্যর্থ প্রেমিকের করুণ আর্তনাদ!
গানটির অবমুক্তকরণ প্রসঙ্গে সংগীত শিল্পী রাজু চাকলাদার বলেন, ”সংগীত আহত মনের ঔষধস্বরূপ। নিগূঢ়তায়, সংগীত মনের ভাঁজে ভাঁজে রঙ ছড়িয়ে যায়।”
গানটি গাওয়ার পাশাপাশি বাণী রচনা এবং সুর সংযোজন করেছেন শিল্পী নিজেই। সংগীত পরিচালনা করেছেন রোকন ইমন। ভিডিও নির্মাণ করেছেন তোফায়েল আহমেদ খান। ‘ভেল্কি প্রোডাকশন্স’ এর ব্যানারে নির্মিত গানটি শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল Raju Chaqladar থেকে প্রকাশ পেয়েছে।
গানের লিংক