ঈদে ছোট পর্দায় তানহা তাসনিয়া
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তানহা তাসনিয়া ইসলাম। ‘ভালো থেকো ‘ সিনেমায় সাবলীল অভিনয় দিয়ে মন কেড়েছে সিনেমা প্রেমীদের।তানহা তাসনিয়া ইসলাম শুধু সিনেমায় নিজেকে আটকে রাখেনি ,তিনি পাশাপাশি ওয়েব সিরিজ, নাটক,বিজ্ঞাপন এবং বিগ বাজেটের মিউজিক ভিডিওতে কাজ করছেন।
কিছুদিন আগেও একটি সিঙ্গেল নাটক করেছেন এবং এই নাটক দিয়ে তিনি প্রায় তিন মাস পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।
তিনি খুব একটা নাটকে অভিনয় না করলেও বিশেষ গল্পের নাটকে মাঝেমধ্যেই দেখা দেন ঠিক তেমনি এক নাটক এবারের ঈদে তার অবমুক্ত হচ্ছে।নাটকের নাম ‘মিথ্যে প্রেম ‘ এটি নির্মাণ করেছেন সোহেল আরমান।এটি প্রচারিত হবে বাংলাভিশন ঈদের তৃতীয় তিন রাত নয়টায়।এই নাটকের মধ্যে দিয়ে প্রথমবার দেখা একসঙ্গে দেখা যাবে তানহা এবং অপূর্বকে।
নাটকের প্রসঙ্গে তানহা ডেইলি বাংলাদেশ টাইমকে বলেন,নাটকের গল্পটা খুবই দারুন এবং একটু ভিন্ন আঙ্গিকের যেটি সচারচর দেখা যায়না।বেশ কিছুদিন আগে এটির শুটিং করেছিলাম এবং প্রথমবার অপূর্ব ভাইয়ের সাথে কাজ হলো আমার।আশা করছি কাজটি সবার ভালো লাগবে।