সারাদেশ

তারেক মাসুদ-মিশুক মনির সড়ক দুর্ঘটনায় মূল অভিযুক্ত জামির ড্রাইভার মারা গেছেন

Share this:

চুয়াডাঙ্গা ডিলাক্সের সাবেক চালক, তারেক মাসুদ-মিশুক মনির সড়ক দুর্ঘটনায় মূল অভিযুক্ত জামির ড্রাইভার মারা গেছেন। আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেছেন। এতদিন যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন তিনি। দুর্ঘটনার তদন্তের দায়িত্ব ছিল বুয়েটের Accident Reasearch institution(ARI) এর। ARI বুয়েট দুর্ঘটনার মূল কারণ হিসাবে নিচে আপলোড কৃত গোল মার্কিং করা চিত্র প্রতিবেদন হিসাবে পেশ করেন। চিত্রে বাস ও প্রাইভেট কারের অবস্থান রাস্তার কোন জায়গা ছিল তা পরিষ্কার।

ARI উল্লেখ করেন ছোট যানবাহন বড় যানবাহনের সাথে উচ্চ গতিতে সংঘর্ষে লিপ্ত হলে ছোট যানবাহন ভেতরে ঢুকে যাবে ও স্থির থাকবে কিন্তু বড় যানবাহন উচ্চগতিতে ছোট যানকে আঘাত করলে তা রাস্তার বাইরে ছিটকে যাবে, উল্লেখ্য প্রাইভেট কারটি রাস্তার উপরেই ছিল সাদা দাগের অনেকটা ডানে। বুয়েট ARI এর এই রিপোর্টের পরও এলিট তত্ত্বের কদর ও মিডিয়ার চাপে নির্দোষ চালককে যাবজ্জীবন প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *