বরিশাল বিভাগ

বরিশালে নারীর প্রতি সহিংসতা বন্ধে সভা

Share this:


বরিশাল ব্যুরো ॥ “করোনা মহামারী সময়কালীণ বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে সামাজিক সচেতনাতামূলক প্রচারাভিযান” সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জাতীয় কণ্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে এবং গার্লস অ্যাডভোকেসি এ্যালায়েন্স ও প্লান ইন্টারন্যাশনালের সহযোগীতায় জেলার গৌরনদী উপজেলা কারিতাসের হলরুমে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম গৌরনদী উপজেলা শাখার সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহীদুজ্জামান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের ষ্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, মুক্তিযোদ্ধা মোঃ শামছুল আলম আকন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী, সিসিডিবির এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডী, দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী মো: মোজাম্মেল হক, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোাঃ খায়রুল ইসলাম, নতুন দিনের উপজেলা সমন্বয়কারী মিথুন সিকদার। বক্তব্য রাখেন সাংবাদিক জামিল মাহমুদ, হাসান মাহমুদ, শামীম মীর, নারীনেত্রী ঝর্না দাস লাবনী, চায়না দেবনাথ, শাহিনা ইয়াসমিন, কবি সোহরাব শরীফ, সমাজসেবক শাহজাহান শরীফ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *