জাহিদ ইসলাম এবার ‘মাফিয়া’
ঢাকাই সিনেমার জনপ্রিয় তরুণ খল নায়ক এর চরিত্র করে সাড়া পেয়েছেন ডন মিশা সওদাগরের মতো জাদরেল অভিনেতারা।সিনেমায় মূলত একজন ভিলেন তার অভিনয় দিয়ে গল্পকে একটি ভিন্নরূপে প্রদান করে থাকে।বেশকিছু বছর যাবত নেই কোনো তরুণ ভিলেন তবে যারা আছেন তাদের মধ্যে একজনই এখন বেশি কাজ করেন তিনি হচ্ছেন জাহিদ ইসলাম।সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে গত ৫ বছরে বেশি অভিনীত সিনেমা মুক্তি পেয়েছে এই তরুন ভিলেনের ।
জাহিদ শুধু সিনেমায় নিজেকে আটকে রাখেনি বরং নাটক ওয়েব সিরিজ এবং বিগ বাজেটের সব মিউজিক ভিডিওতে কাজ করেন।হাবিব রহমান পরিচালিত প্রথম ‘মাফিয়া গ্যাং ‘ শিরোনামের একটি ওয়েব ফিল্ম এ তিনি কাজ করেছেন।এটি রয়েছে মুক্তির অপেক্ষায়।
গত বছর মুক্তি পেয়েছে তার অভিনীত চারটি ছবি এবং তার হাতে আছে আরো ৬-৭ টির মতো ছবি ও চলমান আছে ‘আগুন’’সহ বেশ কিছু ছবি।এবং বি্দ্রোহী আগুনে পোড়া কান্না সহ আরো কিছু ছবি মুক্তির অপেক্ষায়।
মাঝে করোনার কারণে শুটিং থেকে বিরত থাকলেও জাহিদ ফিরেছেন ১৩৭ দিন পর ক্যামেরার সামনে।ইফতেখার ইফতির রচনা এবং অনিক বিশ্বাস পরিচালিত ‘মিস্টার এম ‘ শিরোনামের সাত পর্বের একটি নাটকের মধ্যে দিয়ে তিনি ফিরেছেন গত ২৩ জুলাই।এরপর থেকেই মোটামুটি ব্যস্ততা শুরু হয় এই খলনায়কের।
তবে নতুন খবর হচ্ছে শাহীন সুমন পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘মাফিয়া -লেটস প্লে ‘-তে জাহিদ ইসলাম যোগ দিয়েছেন।বেশ কয়েকদিন ধরে নারায়ণগঞ্জে এই ওয়েব সিরিজের টানা শুটিং হচ্ছে।জাহিদ ছাড়াও আরো অভিনয় করেছেন এখানে জাহিদ হাসান,আনিসুর রহমান মিলন ,শ্যামল মওলা, অর্ষা,সহ অনেকেই শাপলা মিডিয়া প্রযোজিত ১০০ পর্বের ওয়েব সিরিজটি খুব শিগ্রই অবমুক্ত করা হবে অন্তর্জালে।
ওয়েব সিরিজ প্রসঙ্গে জাহিদ ইসলাম ডেইলি বাংলাদেশ টাইমকে বলেন, দারুন একটি চরিত্র এবং বেশ ভালো ডায়লগ আছে নিজেকে ভাঙতে পারবো আবারো।শাহীন ভাই খুব যত্ন করে কাজটি করছে এবং সবাই খুবই ভালো করছে আশা করছি দারুন একটি ধামাকা অপেক্ষা করেছে সবার জন্য।আমি টানা শুটিং করেছি নারায়ণগঞ্জে এই মাসে অর্ধেকের বেশি সময় শিডিউল দেয়া আছে।আরো বেশ কয়েকটি ওয়েব সিরিজের কথা চলছে এবং নতুন একটি সিনেমার কোথাও চলছে।