বরিশাল বিভাগ

ধর্ষণকারীদের শাস্তির দাবীতে বরিশাল উত্তাল

Share this:

বরিশাল ব্যুরো: নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে বর্বরোচিত নারী নির্যাতন, সা¤প্রতিক সময়ে ধর্ষণ ও নারী নির্যাতন অব্যাহত হারে বৃদ্ধি পাওয়ায় ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এবং ধর্ষণকারীদের দ্রæত বিচারের মাধ্যমে কঠোর শাস্তির বিধান পাশ করার দাবীতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

মঙ্গলবার সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা নগরীর সদররোডে বিভিন্ন বানী লেখা সংবলিত প্লেকার্ড বুকে ঝুলিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। একইস্থানে সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে বরিশাল মহিলা পরিষদসহ বিভিন্ন উন্নয়ন সংগঠন ও মহিলা আইনজীবী সদস্যরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। বরিশাল জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি অধ্যাপিকা (অবঃ) শাহ সাজেদার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল মহিলা পরিষদ সম্পাদিকা পূষ্প রানী চক্রবর্তী, অধ্যাপিকা টুনু রানি কর্মকার, এ্যাডভোকেট শাহিদা তালুকদার, রফিকুল আলম, রনজিৎ দত্ত, জাহানারা বেগম সম্পা, প্রতিমা সরকার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রহিমা নাসরিন, এনায়েত হোসেন শিপলু, জেসমিন আক্তার ও সম্পা দাস প্রমুখ। অপরদিকে বরিশাল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও নগরীতে ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ বরিশাল শাখা। বরিশাল বিভাগীয় সমন্বয়কারী রনি খন্দকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আতাইল ইসলাম, আবু সাঈদ মুসা, বরিশাল বিভাগীয় ছাত্র অধিকার পরিষদ সমন্বয়ক সদস্য আরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *