বরিশালে খেলা শুরুর দাবিতে ক্রিকেটারদের মানববন্ধন
বরিশাল ব্যুরো ॥ দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ পুনরায় শুরুর দাবিতে সোমবার বেলা এগারোটার দিকে বরিশালে মানববন্ধন করেছে জেলার সর্বস্তরের ক্রিকেটাররা।
নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বরিশাল জেলায় বিগত ৫/৬ বছরে কোন ধরনের ক্রিকেট খেলা হয়নি। এতে করে সকল ধরনের ক্রিকেঁরা খেলা থেকে দূরে সরে যাচ্ছে। তাই পেশাদার ক্রিকেটারদের নিয়ে অতিদ্রুত নতুন কমিটি করে বিভাগীয় স্টেডিয়ামের মাঠে ক্রিকেট খেলা শুরু করার আহবান করছি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্রিকেট প্রশিক্ষক এজাজ আহম্মেদ সুজন, প্রথম বিভাগের ক্রিকেটার সচি চৌধুরী প্রমুখ। মানববন্ধনে জেলার বিভিন্ন ক্লাবের শতাধিক ক্রিকোঁররা অংশগ্রহণ করেন।