শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা
বরিশাল ব্যুরো : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব-১ এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ খাইরুল ইসলাম মান্নান বলেছেন, বাংলাদেশে ইসলাম ধর্ম ও মাদ্রাসা শিক্ষার ইতিহাস লিখতে গেলে প্রথমেই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম লিখতে হবে ।
তিনি আরও বলেন, হজ্বের পরে মুসলমানদের বিশাল জমায়েত অনুষ্ঠিত হয় টুঙ্গির ইশতেমার মাঠে। সেই মাঠ প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পিতার আর্দশ বাস্তবায়নের জন্য দিনরাত একাকার করে দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
সোমবার বিকেলে বরিশাল বিভাগের কাঠালিয়া কচুয়া মফিজ উদ্দিন ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে শিক্ষার মান উন্নয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম সচিব উল্লেখিত কথাগুলো বলেছেন ।
শৌলজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার, বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুর রহমান নান্টু, জেলা পরিষদের সদস্য এসএম আমিরুল ইসলাম লিটন, শাখাওয়াত হোসেন অপু প্রমূখ।