জাতীয়

ফেসবুকে গুজব যুবক গ্রেফতার

Share this:

নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটির মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফেসবুকে গুজব রটিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো ও দেশের স্থিতিশীলতা নষ্ট করার চক্রান্তের অভিযোগে মোঃ আজিজুর রহমান(২৪) নামে যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। এ সময় তার ব্যবহৃত ১টি স্মার্ট ফোন জব্দ করা হয়। মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে র‌্যাব-১১’র অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আজিজুর রহমানের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরার আঃ গনি মল্লিক কান্দি এলাকায়।প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১’র অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার আরো জানান, গ্রেফতারকৃত আজিজুর রহমান দীর্ঘদিন ধরে মোবাইলসহ নানা রকমের ইলেক্ট্রিক ডিভাইস ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি, ভিডিও ও তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারসহ সরকার ও রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে মিথ্যা ও বিদ্বেষপূর্ণ স্ট্যাটাস দিয়ে আসছে। ফেসবুকে এ ধরণের গুজব রটিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাসহ আইন-শৃংখলার পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের চক্রান্ত করে আসছে। তার সাইদ মোঃ আজিজুর রহমান নামের ফেসবুক পেইজে মিথ্যা বিভ্রান্তিমূলক স্ট্যাটাসের মাধ্যমে ক্রমাগত সরকার বিরোধী প্রচারণার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *