শেবাচিমে মুর্মূর্ষ রোগীর পাশে ইউপি চেয়ারম্যান
বরিশাল ব্যুরো ॥ জটিল রোগে আক্রান্ত দিনমজুরের স্ত্রীকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে সকল ব্যয়ভারের দায়িত্ব নিয়ে আবারও মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন মুজিব অন্তপ্রান ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন।
রবিবার সকালে শেবাচিমে চিকিৎসাধীন শৌলজালিয়া ইউনিয়নের মোল্লারহাট গ্রামের দিনমজুর তোজাম্মর হওলাদারের পুত্র নাইম হাওলাদার জনকণ্ঠকে বলেন, তার মা লাইলী বেগম জটিল রোগে (ব্রেষ্ট ক্যান্সার) আক্রান্ত হয়ে অর্থাভাবে বিনাচিকিৎসায় শষ্যাশয়ী ছিলেন। বিষয়টি ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনকে জানানো হয়। পরবর্তীতে তিনি তার মাকে শেবাচিম হাসপাতালে ভর্তির করে অপারেশনের ব্যবস্থা করেন। এমনকি ইউপি চেয়ারম্যান তার মায়ের চিকিৎসার সকল ব্যয়ভার বহন করার কথা জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় ওষুধ ক্রয়ের জন্য চেয়ারম্যান ইতোমধ্যে নগদ দশ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন।