বরিশাল বিভাগ

১৮ বছরের বাজার কমিটির বিরুদ্ধে বিস্তার অভিযোগ

Share this:


প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মভূমি ঐতিহ্যবাহী আগরপুর বাজারের ১৮ বছরের পুরনো কমিটির কতিপয় নেতৃবৃন্দের বিরুদ্ধে বিস্তার অভিযোগ উঠেছে। ফলে সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি করেছেন বাজারের দেড় শতাধিক ব্যবসায়ীরা।
বুধবার সন্ধ্যায় ওই বাজারের ব্যবসায়ীরা গৌরনদী উপজেলা প্রেসক্লাবে হাজির হয়ে জানান, ইতোমধ্যে বাজারের সর্বস্তরের প্রায় দেড় শতাধিক ব্যবসায়ীরা নির্বাচনের দাবিতে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে স্বাক্ষর সম্মলিত আবেদন করেছেন। তারা (ব্যবসায়ীরা) একনায়কতন্ত্রের জিম্মি দশা থেকে বাজারকে মুক্ত করতে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এরপূর্বে গত রবিবার (১ নভেম্বর) সকালে ওই বাজারের প্রায় দেড় শতাধিক ব্যবসায়ীরা নির্বাচনের দাবিতে এক ঘন্টা সকল দোকান-পাট বন্ধ রেখে বিক্ষোভ করেছেন। এর আগে ব্যবসায়ীরা নির্বাচনের দাবিতে সমাবেশ করায় স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের হুমকিসহ গালিগালাজ করেন। ফলে ওই প্রভাবশালীর ওপর ক্ষিপ্ত হয়ে নির্বাচনের দাবিতে ব্যবসায়ীরা একাট্টা হয়ে মাঠে নেমেছেন।
বাজারের সাধারণ ব্যবসায়ীরা অভিযোগ করেন, নিজের পছন্দ সই, এমনকি ব্যবসায়ী নন এমন বহিরাগতদের নিয়ে পকেট কমিটি গঠণের মাধ্যমে বাজারের ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজির জন্য মেতে উঠেছে হুমকি দেয়া ওই প্রভাবশালী ব্যক্তি।
ব্যবসায়ী কামরুজ্জামান বাচ্চু বলেন, ১৮ বছরের পুরনো বাজার কমিটির কতিপয় নেতৃবৃন্দের বিরুদ্ধে সাধারণ ব্যবসায়ীদের অসংখ্য অভিযোগ রয়েছে। তাই তারা গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি করেছেন। তাদের দাবি পূরণ না হলে তারা (সাধারণ ব্যবসায়ীরা) বাজারের সকল দোকানপাট অনিদৃষ্টকালের জন্য বন্ধ করে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *