বরিশালে প্রতিবাদ সভা
বরিশাল ব্যুরো : মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ‘এসাইনমেন্ট ফি’র নামে জেলার সকল স্কুল-কলেজে টিউশন ফি, পরীক্ষার ফিসহ সকল ফি আদায় বন্ধ করার দাবি করা হয়েছে। একই সাথে করোনাকালীন সময়ে বিশেষ বরাদ্ধ দিয়ে শিক্ষা সংকট মোকাবেলার দাবিতে বুধবার বেলা এগারোটার দিকে নগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সবশেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। এ কর্মসূচি পালন করেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা। সদর রোডে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ছাত্রফ্রন্টের জেলা শাখার সভাপতি সাগর দাশ।
বক্তারা বলেন, নগরীসহ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আড়াই থেকে তিন হাজার টাকা করে শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক আদায় করা হচ্ছে। এমনকি টাকা পরিশোধ করা না হলে এসাইনমেন্ট নেয়া হবে না বলেও হুমকি দেয়া হচ্ছে। বক্তারা অসহায় শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া টাকা ফেরত দেয়াসহ ফি আদায় বন্ধ ও মওকুফ করার দাবি করেন। সবশেষে নগরীতে মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়।