গৌরনদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রলি চালক নিহত
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : বেপরোয়াগতির কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রলি চালক আজিজুল সরদার (২২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত আজিজুল উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইল এলাকার সিরাজুল ইসলামের পুত্র।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ মাহবুব ইসলাম জানান, শনিবার বেলা এগারোটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর কবি বাড়ির সামনে বরিশালগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১৫-৪৫৩৯) বেপরোয়াগতিতে সামনে থেকে নম্বরবিহীন ট্রলিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলির চালক আজিজুল সরদার নিহত ও ট্রলির হেলপার রবিউল ফকির ও পিছনে থাকা মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়।