গৌরনদীতে জয়িতাদের সংবর্ধনা প্রদান
প্রতিনিধি ,গৌরনদী (বরিশাল) :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম পিন্স, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার লিটু চ্যাটার্জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনসহ অন্যান্যরা। শেষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন জয়িতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।