গৌরনদীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) :
জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পাঁচটি তিনজন প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও পাঁচজন দুঃস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, কারিতাসের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী।