শুভ জন্মদিন নৃত্য পরিচালক মনজুর আহমেদ
১৯৯৬ সাল তখন, ইলিয়াস কাঞ্চন , সালমান শাহ, ওমর সানি ,আমিন খানদের দাপুটে সময় চলছিল।সিনেমার প্রাণকেন্দ্র বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি )তে রমরমা সিনেমার ব্যবসা এবং সারা এফডিসিজুড়ে সিনেমার শুটিং ,কোথাও দাঁড়ানোর সুযোগ নেই ক্যামেরার জন্য।
এক কিশোর তখন আসেন সিনেমায় নায়ক-নায়কদের সাথে নৃত্য করার জন্য।বিক্ষোভ, সত্যের মৃত্যু নেই ,আঞ্জুমান ছবি ‘তে নৃত্য করলেন।নাচ শেখার গুরু এবং সিনেমায় কাজ দিয়ে বসলেন তৎকালীন নৃত্য পরিচালক আমান।এরপরে কাজের উৎসাহ দিতে লাগলেন নৃত্য পরিচালক বেলাল মোসলেমও।ব্যাকগ্রাউন্ড নাচানাচি তো অনেক হলো এবার সহকারী নৃত্য পরিচালক হিসেবে কাজ পেলেন নৃত্য পরিচালক জাকির হোসেনের কাছ থেকে সময়টা তখন ২০০৪ বা ২০০৫ ,বলা যায় প্রথম ওস্তাদ জাকির হোসেনই।কাজের চাপ তখন মাথার উপরে এরপরে হাত দিলেন মাথায় জনপ্রিয় নৃত্য পরিচালক মাসুম বাবুল।
সময়টা তখন ২০০৭ এর পর।এরপরে এখন পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছেন সিনেমা এবং মিউজিক ভিডিওতেও।এতক্ষন বলছিলাম সহকারী পরিচালনার হাতে ১৫০ ছবি এবং মিউজিক ভিডিওতে পরিচালনায় হাফ সেঞ্চুরির পথে যিনি ও বাংলাদেশের সকল নির্মাতা নায়ক নায়িকাদের সাথে কাজ করার বর্তমান সময়ের ব্যস্ত কোরিওগ্রাফার ঢাকাই সিনেমার জনপ্রিয় নৃত্য পরিচালক মনজুর আহমেদ এর কথা। আজ এই জনপ্রিয় নৃত্য পরিচালক এর জন্মদিন।
জন্মদিনের সময়টা কিভাবে কাটবে জানতে চাইলে মনজুর বলেন, সমস্ত প্রসংশা আল্লাহ উদ্দেশ্য কস্ট করে আজ এই পযর্ন্ত আসতে পেরেছি। ধন্যবাদও কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চলার পথে সাহস যুগিয়েছে।আর জন্মদিন নিয়ে বিশেষ কোনো আয়োজন নেই। সামগ্রিক চিত্রটা ভালো নেই। সব কিছু বদলে যাক আবারও সুস্থ হোক গোটা পৃথিবী। আমার জন্য ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।
উল্লেখ্য, পোড়ামন ,আমার চ্যালেঞ্জ ,রাজাবাবু,আরো ভালোবাসবো তোমায় ,শুটার,আকাশ ছোয়া ভালোবাসা,হিরো দা সুপারস্টার,হৃদয়ের কথা,অন্তর জ্বালা,হিট ম্যান ,খোদার পরে মা ,পাঙ্কু জামাই ছবিগুলোতে তিনি সহকারী নৃত্য পরিচালক হিসাবে কাজ করে বেশ সারা পেয়েছেন