জাতীয়বরিশাল বিভাগসারাদেশ

বরিশালে নির্বাচন কমিশনার এর মতবিনিময় সভা

Share this:

গতকাল ঝালকাঠি সার্কিট হাউজে জেলা প্রশাসন, ঝালকাঠির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় নির্বাচন কমিশনার সাথে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন- ২০২৪ উপলক্ষ্যে ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুর জেলায় ২য়, ৩য় ও ৪র্থ ধাপের উপজেলাসমূহের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণ-বিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল জনাব মোঃ আহসান হাবিব খান (অবঃ)। এ-সময় প্রধান অতিথির বক্তব্যে প্রজাতন্ত্রের সকল কর্মচারীর উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন, দলীয় মনোভাব পোষণ না করা, অতি উৎসাহী না হওয়া এবং স্বচ্ছতা প্রদর্শনের নিদের্শনা প্রদান করেন। নির্বাচনে প্রভাবশালীদের পেশিশক্তি, অর্থশক্তি ও কালো টাকার ব্যবহার রুখতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। নির্বাচনের দিন ও নির্বাচনের আগে পরে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের করণীয়-বর্জণীয় সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন।আসন্ন নির্বাচনে সকল কার্যক্রম স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার প্রতিশ্রুতি দেন। নির্বাচনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখার এবং নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক দলের নেতাকর্মীদের পক্ষে ও বিপক্ষে কোন গুজব না ছড়ায় সেদিকে নজরদারী করারও আশ্বাস দেন।

সেখানে উপস্থিত ছিলেন বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম পিপিএম। আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার জেলা প্রশাসকগণ ও পুলিশ সুপার, কমান্ড্যান্ট অফিসার, র‌্যাব-৮, আনসার ও বিজিবির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *