নতুন বছরের শুরুতেই পূজা সুমন
গতবছর জুলাই মাসের মাঝামাঝিতে প্রখ্যাত লেখক আনিসুল হকের উপন্যাস ‘হৃদিতা’ অবলম্বনে যুগ্ম পরিচালক ইস্পাহানী আরিফ জাহান সিনেমার নির্মানের কথা বলেন।ছবিটি ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানের। সেখানে প্রধান চরিত্রে অভিনয় জন্য ডাক পায় পূজা চেরী ও এ বি এম সুমন।
সম্প্রতি নতুন বছরের প্রথম সপ্তাহে এ সিনেমার শুটিং শুরু হয়েছে। উত্তরাসহ বেশকিছু স্থানে এ সিনেমার চিত্রধারণ করা হয়। জানা যায় টানা কয়েকদিন এ সিনেমার শুটিং করা হবে।
‘হৃদিতা’ সিনেমায় প্রধান চরিত্র হৃদিতায় দেখা যাবে পূজাকে এবং সুমনকে দেখা যাবে কবির চরিত্রে। গত অক্টোবরে ছবিটির শুটিং শুরু হবার কথা থাকলে শুরু হয়েছে নতুন বছরে। ঢাকা ছাড়াও ব্যংককে শুটিং হবে।