ফিরলেন আজিজুল হাকিম!
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম।গত বছরের শেষ দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ছিলেন জীবন সংকটেও। তবে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। কিছুটা শারীরিক দুর্বলতা ছাড়া এখন আর অন্য কোনো সমস্যা নেই এ অভিনেতার।
তাই চিকিৎসকের পরামর্শ অনুসরণ করে শুটিংয়ে ফিরছেন এ অভিনেতা। ৮ জানুয়ারি আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘স্বর্ণমানব-৪’ নামের একটি সিক্যুয়াল খণ্ড নাটকে অভিনয় করবেন আজিজুল হাকিম। এর জন্য প্রস্তুতি নেওয়াও শুরু করেছেন তিনি।
এ প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘সবার দোয়া এবং আল্লাহর রহমতে এখন সুস্থ জীবনযাপন করছি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। নিয়মিত ফলোআপেও যাচ্ছি। যেহেতু অভিনয় করা আমার পেশা, তাই কাজে তো ফিরতেই হবে। তাই এ নাটকে অভিনয় করছি। পর্যায়ক্রমে ধারাবাহিক নাটকেও অভিনয় করব। কারণ নাটকের গল্পের ধারাবাহিকতায় আমার উপস্থিতি জরুরি। নির্মাতারাও স্বাস্থ্যবিধি মেনে আমাকে দিয়ে শুটিং করাবেন।
আমিও সেভাবেই পরিকল্পনা সাজিয়েছি। সবার দোয়ায় ধীরে ধীরে স্বাভাবিক কাজকর্মে প্রবেশ করব।’ এ অভিনেতা অসুস্থ হওয়ার আগে চারটি ধারাবাহিক নাটকে অভিনয় করতেন। এ ছাড়া সরকারি অনুদানের একটি ছবিতেও অভিনয় করেছেন অসুস্থ হওয়ার আগে।