বিনোদনসিনেমা

‘পাঞ্চ’ সিনেমার আরো একটি গান রেকর্ডিং

Share this:

গত বছরে মার্চ মাসের দিকে শুটিং শুরু হয় জনপ্রিয় নাট্যনির্মাতা কৌশিক শংকর দাশের পরিচালনায় ‘পাঞ্চ’ শিরোনামের একটি সিনেমা। এই সিনেমায় প্রথমবারের মত জুটি বাধে নিলয় আলমগীর এবং মেঘলা মুক্তা।বেশ কয়েকদিন শুটিং করার পরে করোনার থাবায় আটকে পরে পুরো সিনেমার শুটিং।

শুটিং শুরু হওয়ার কথা হলে, সিনেমার গান রেকর্ড করে কাজ এগিয়ে রাখছেন নির্মাতা। ‘পাঞ্চ’ সিনেমার গানের মধ্যে আরো একটি গান রেকর্ড হল কিছুদিন আগে।

নকীব খানের সুরে এবং শহীদ মাহমুদ জংগীর কথায় রোমান্টিক এই গানে কন্ঠ দিয়েছেন তরুন প্রজন্মের দুই শিল্পী নন্দিতা এবং রিতুরাজ। গানের দুইটি লাইন ‘তুমি কাছে এলে একমুঠো রোদ্দুর খেলে, তুমি ভালবাসি বললে চারিদিক হয় ঝলমলে’।

সিনেমায় এই গানে ঠোঁট মেলাবেন নিলয় আলমগীর এবং মেঘলা মুক্তা। কিছুদিন আগে নকীব খানের সুরে এই সিনেমার আরেকটি গান রেকর্ড হয়েছিল সামিনা চৌধুরীর কন্ঠে।

সিনেমার প্রসঙ্গে পরিচালক কৌশিক শংকর দাশ ডেইলি বাংলাদেশ টাইম কে জানান,আগামি মার্চের মাঝামাঝি থেকে আবার শুটিং শুরু করতে পারব। তবে এরমধ্যে আমরা গান রেকর্ড শেষ করে ফেলব।পুরো একটি সাজানো ইউনিট আমাদের। করোনা না থাকলে এতদিন সিনেমা মুক্তিও পেয়ে যেত।যাই হোক আবার শুটিং শুরু করছি।আশা করছি সবাইকে দারুণ একটি সিনেমা উপহার দিতে পারব।

উল্লেখ্য, গত বছর মার্চ মাসে ৮ দিন শুটিং করার পর করোনা মহামারির কারনে বন্ধ হয়ে যায়। পৃথিবী জুড়ে জনপ্রিয় খেলা মিক্সড মার্শাল আর্টের পটভূমিতে এই সিনেমার গল্প লেখা হয়েছে। জিরো আওয়ার ফিল্মসের ব্যানারে পাঞ্চ এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন কৌশিক শংকর দাশ ও মোমিনুল হক।

নির্মাতা কৌশিক ২০০৭ সাল থেকে নিয়মিত নাটক নির্মাণ করেছেন। সংখ্যায় কম হলেও তার নির্মিত নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে।তার হাত ধরে আজকের অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের পথচলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *