গানবিনোদনসিনেমা

সাত বছর পরে ফিরেই ফাহমিদা নবীর সাথে জনি খন্দকার ” চাইছি হতে “

Share this:

‘তুমি আমার শুধু আমার আমি তোমার শুধু তোমার।
আমাকে ভুলে যেও না বিরহের গান গেও না কখনো দুঃখ পেও না কখনো না’ গানটি সবারই শোনা।২০১৩ সালে এই গান গেয়ে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন সেসময়র জনপ্রিয় গায়ক জনি খন্দকার। তারই প্রথম গান ” তুমি আমার “যা ইউটিউবে ব্যাপক সাড়া ফেলে এবং ২৯ মিলিয়ন এরও বেশি মানুষ উপভোগ করেছে গানটি।গানটিতে সহশিল্পী হিসেবে ছিল মোহনা। তুমি আমার গান দিয়েই জনির মিউজিক পাড়ায় যাত্রাটা শুরু।

এরপরেও দুই একটি গান অবমুক্ত হয়েছে এই শিল্পীর।তবে নতুন খবর হচ্ছে এইবার নতুন চমক নন্দিত গায়িকা ফাহমিদা নবীর সাথে একটি চমৎকার দ্বৈত রোম্যান্টিক গান আসছে জনি খন্দকার এর।

নতুন গানের প্রসঙ্গে ডেইলি বাংলাদেশ টাইম কে জনি খন্দকার বলেন,বাংলা আধুনিক গানের জনপ্রিয় জুটি বাপ্পা দা মজুমদার ও ফাহমিদা নবী আপুর অনেক আগে থেকেই আমি ভীষণ ভক্ত | এই প্রিয় জুটির অনেক সুন্দর সুন্দর মেলোডিয়াস গান রয়েছে যা দেখে নিজের অজান্তেই কখনযে ফাহমিদা নবী আপুর সাথে একটি গান করার চরম স্বপ্ন তৈরি হয়েছে নিজে ও জানি না। চমৎকার এই গানের কথা লিখেছেন বিখ্যাত গীতিকার কবির বকুল ভাইয়া এবং অসাধারণ সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার দাদা।

তিনি আরো বলেন সত্যি কথা বলতে কি বাপ্পা দাদা সুর করার পর আমি প্রায় দুই তিন মাস প্রাক্টিস করেছি গানটা।কিন্তু ফাইনাল ভয়েস দিতে গিয়ে বুঝলাম যতোটা সহজ মনে হচ্ছিল তার চেয়েও অনেক কঠিন।।তবে বেশ ভালো লাগছে যে এই গানের মাধ্যমে আমার লাইফে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে।দীর্ঘ সাত বছর পর আবার গানে ফিরেছি।। আল্লাহর অশেষ মেহেরবানী আমি আমার স্বপ্ন কিছু টা হলেও পূরণ করতে পেরেছি। কতোটা গাইতে পেরেছি জানিনা, তবে ভালো গাওয়ার চেষ্টা করেছি।বাকিটা আমার প্রিয় দর্শক- শ্রোতা বিচার করবেন |এই “চাইছি হতে” গানটি করতে গিয়ে আমার খুব পছন্দের ও প্রিয় মানুষদের কাছে পেয়ে আমি কিযে আনন্দিত ভাষায় প্রকাশ করতে পারবো না।অভিজ্ঞতা

সিনিয়র শিল্পীদের সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে জনি বলেন,সিনিয়র শিল্পীদের সাথে কাজ করা মানেই অনেক কিছু শিখতে পারা।আমার বেলায় ও তাই হয়েছে। চাইছি হতে গানটির ভিডিওতে চমৎকার একটি লাভ স্টোরি থাকছে।ভালোবাসা মাখানো চমৎকার গল্প লিখেছেন স্মৃতি ফেরদৌসী।আমার সাথে ভিডিওতে অভিনয় করেছেন সুষ্মিতা সিনহা। সম্প্রতি গানটি ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ করা হয়েছে। ভিডিওতে শিল্পী ফাহমিদা নবী আপুও থাকছেন।

তবে বিশেষ ধন্যবাদ দিতে হয় প্রিয় শিল্পী ফাহমিদা নবী আপুকে। ফাহমিদা নবী আপু আর বাপ্পা দাদা দুজন-ই আমার আইডল। এই গানের পুরো টিমের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শ্রোতাদের নিয়ে তিনি আরো বলেন, প্রিয় শ্রোতা, আপনাদের ভালোবাসা ও দোয়া চাই। বাংলাদেশের বাংলা গানকে নিয়ে আরও অনেকদূর এগিয়ে যেতে চাই | কে কিভাবে নিবে জানি না, তবে আমি গান করি ভালো মানুষ হওয়ার জন্য। ভালো মানুষ হয়ে ভালো ভালো গান গাইতে চাই।।সবার দোয়া ও ভালোবাসা চাই|

নতুন গানের ভিডিও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সোহেল রাজ । আসছে ভালোবাসা দিবসে চরম ভালোবাসা মাখানো এই গানটি আগামী ১৩ই ফেব্রুয়ারী ২০২১ তারিখে বাংলাদেশ সময় বিকেল ৪.০০ টায় আমার নিজস্ব ইউটিউব চ্যানেল JONY MUSIC থেকে আপলোড দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *