গৌরনদীতে খালের মধ্যে পাকা স্থাপণা নির্মাণ
প্রতিনিধি গৌরনদী (বরিশাল) :
কোন নিয়মনীতির তোয়াক্কা না করে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজারের পূর্ব পার্শ্বে খালের মধ্যে ১৫টি পাকা দোকান ঘর নির্মাণ শুরু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বার্থী এলাকার জনৈক মোফাজ্জেল মোল্লা খালের মধ্যে পাকা দোকান ঘরগুলো নির্মাণ শুরু করেছেন। ইতিমধ্যে খালের একটি অংশে দোকানের পাকা পিলার স্থাপন করা হয়েছে। তবে নিজেদের রেকর্ডিও সম্পত্তিতে পাকা স্থাপণা নির্মান করার কথা জানিয়েছেন দোকান উত্তোলণকারী মোফাজ্জেল মোল্লা।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।