মুক্তি পাচ্ছে অধরার প্রথম সিনেমা
ঢাকাই সিনেমার ‘মাতাল’ কইন্যা ‘নায়ক’খ্যাত চিত্রনায়িকা অধরা খান।২০১৬ সালে মহরত হয়েছিল অধরা খান অভিনীত প্রথম ছবি ‘পাগলের মতো ভালোবাসি’ ছবির। এরপর অধরা অভিনীত ‘মাতাল’ ও ‘নায়ক’ নামক দুটি ছবি মুক্তি পেলেও ছবিটি আলোর মুখ দেখছিল না। অবশেষে ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমা হলে আসছে। আগামী ১৯ ফেব্রুয়ারি ছবিটি সারাদেশে মুক্তি পাবে।
ছবিটির শুটিংসহ অন্যান্য কাজ শেষ হয়েছে বহু আগে। নির্মাণ শুরুর পাঁচ বছর মুক্তি পাচ্ছে।
সিনেমার প্রসঙ্গে অধরা খান ডেইলি বাংলাদেশ টাইম কে বলেন,পাগলের মতো ভালোবাসি’ এটা আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা।আজ অনেকদিন পরে মুক্তি পাচ্ছে আসলে এই অনুভূতি বলে কয়ে বোঝানো যাবেনা।আমার আসলে কিছু বলার নেই। ছবিটি দারুণ একটি গল্পের উপর নির্মাণ হয়েছে।সমসাময়িক গল্পের সিনেমা আশা করছি দর্শক হতাশ হবেনা।
ছবির পরিচালক শাহীন সুমন বলেন গনমাধ্যামে, ‘আসলে এখন তো আর কারণ বলে লাভ নেই। বিভিন্ন কারণই ছিল ছবি মুক্তি না দেওয়ার। এখন আপাতত ১৯ ফেব্রুয়ারি ভালোভাবে যাতে দর্শকদের সামনে ছবিটি আনতে পারি তা নিয়ে চিন্তা করছি।’
বুধবার (৩ ফেব্রুয়ারি) ছবিটির ফার্স্ট লুক প্রকাশের কথা রয়েছে।এবং ১৯ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির তারিখ ধার্য্য করা হয়েছে।
পাগলের মতো ভালোবাসি’ ছবিতে অধরার বিপরীতে অভিনয় করেছেন আসিফ নূর। এছাড়া ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে সুমিত সেনগুপ্ত। প্রযোজনা করেছে সিক্স ডি প্রোডাকশন।
সাভার,কক্সবাজার,রাঙামাটিসহ দেশের বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ শেষ হয়।’পাগলের মতো ভালোবাসি ‘ ছবিটির শুটিং শেষ হয় ২০১৭ তবে জটিলতায় আটকে গেছে বারবার।
এ সিনেমার গুরুত্বপূর্ণ একটি দৃশ্যে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত। এছাড়াও অভিনয় করেছেন, সাদেক বাচ্চু, জয় রাজ প্রমুখ। সিক্স ডি প্রোডাকশন প্রযোজিত এ সিনেমার কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন পরিচালক শাহীন সুমন নিজেই।এবং নৃত্য পরিচালনা করেছেন কালু ও নুহরাজ। গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ। সংগীত পরিচালনায় শওকত আলী ইমন এবং আহমেদ হুমায়ুন।