বরিশালে বয়স্ক ভাতার টাকা প্রদান
বরিশাল ব্যুরো :
সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড সাগরদী এলাকার ৫’শ ২৭ জন বয়স্ক ভাতাভোগীদের মাঝে ভাতার টাকা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে দশটায় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে প্রত্যেক বয়স্ক ভাতাভোগীদের মাঝে ভাতার ১ হাজার পাঁচ’শ টাকা বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শরীফ মোঃ আনিস, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাজমুল হুদা, সোনালী ব্যাংক হিসাব রক্ষক অফিসার মেহেদি হাসান ও সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর সচিব তছলিম উদ্দিন প্রমুখ।