বরিশাল বিভাগ

স্কুলের আলমিরা থেকে ব্যালট পেপারের মুড়ি উদ্ধার

Share this:


প্রতিনিধি, গৌরনদী (বরিশাল): দীর্ঘদিন পর স্কুল খোলার প্রথমদিন রবিবার দুপুরে বিদ্যালয়ের স্টীলের আলমিরায় কলম খুঁজতে গিয়ে দুইশ’ ব্যালট পেপারের মুড়িপত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাঘমারা বড় দুলালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ।


জানা গেছে, উদ্ধার হওয়া মুড়িপত্রগুলো সদ্য সমাপ্ত হওয়া (২১ জুন) গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড নির্বাচনের। ওই স্কুলের দপ্তরী কাম নাইটগার্ড মিন্টু বয়াতী জানান, দুপুরে স্কুলের আলমিরায় কলম খুঁজতে গিয়ে ব্যালট পেপারের মুড়িপত্রগুলো পাওয়া যায়। পরে বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে বিষয়টি অবহিত করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আব্দুল লতিফ জানান, বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে ।


ওই ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী খায়রুল আহসান খোকন বলেন, নির্বাচনের শুরু থেকেই অনিয়মের বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেও কোন সুফল পাওয়া যায়নি। এখন ব্যালট পেপারের মুড়িপত্র পাওয়ায় নির্বাচনে অনিয়ম হওয়ার বিষয়টি পরিস্কার হলো। তিনি আরও বলেন, তাদের ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্বপালন করা ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারের যোগসাজসে মোটা অংকের টাকার বিনিময়ে ওই দুইশ’ ব্যালটের ভোট কারচুপি করে বিজয়ী প্রার্থীদের পক্ষে গোপনে বাক্সে ঢুকিয়ে দেওয়া হয়েছে। একই অভিযোগ করেছেন, পরাজিত সংরক্ষিত সদস্য প্রার্থী শিপ্রা রানী। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন ।


উল্লেখ্য, সদ্য সমাপ্ত হওয়া বার্থী ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য হিসেবে সোবাহান হাওলাদার ও সংরক্ষিত সদস্য হিসেবে শাহানাজ বেগম নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *