বরিশাল বিভাগ

আগৈলঝাড়ায় দুই মাদক কারবারি গ্রেফতার

Share this:


প্রতিনিধি গৌরনদী (বরিশাল) : উপজেলার চাউকাঠি এলাকা থেকে এক কেজি গাঁজা ও নগদ চার হাজার ৯৮০ টাকাসহ রফিকুল সরদার ও সুজন হাওলাদার নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রফিকুল ও সুজন হাওলাাদার ওই এলাকার আব্দুর রব সরদার এবং আসাদুল হাওলাদারের পুত্র।
আগৈলঝাড়া থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে চাউকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। এঘটনায় র‌্যাবের সিপিএসসির ডিএডি মোঃ নুর ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *