বরিশাল বিভাগ

ঈদের আগে অর্থ সহায়তা পেয়ে খুশি কর্মহীন পরিবারের সদস্যরা

Share this:


প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর সারাদেশের ন্যায় গৌরনদীতেও পালিত হচ্ছে লকডাউন। লকডাউনে শ্রমজীবি থেকে শুরু করে বিভিন্ন শেনীপেশার মানুষ কর্মহীন হয়ে পরেছেন। এরই মাঝে আবার পবিত্র মাহে রমজান শেষে ঈদ আসন্ন। তাই পবিত্র ঈদকে সামনে রেখে সরকারি বেসরকারি সহায়তা নিয়ে দরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছেন জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। ফলে ঈদের আগে খাদ্য ও অর্থ সহায়তা পেয়ে কর্মহীন পরিবারের মাঝে আনন্দ বিরাজ করছে।


খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন যাবত গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের খাদ্য সহায়তা, মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির পক্ষ থেকে খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রীসহ ভিজিএফ কর্মসূচীর আওতায় জনপ্রতি সাড়ে চারশ’ টাকা ঈদের আগেই দরিদ্র পরিবারের সদস্যেদের হাতে তুলে দেয়া হচ্ছে। পাশাপাশি বেসরকারি ভাবে এ উপজেলার বিভিন্ন এলাকার দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণী কার্যক্রম অব্যাহত রেখেছেন বিভিন্ন সংগঠন ও বিত্তশালী ব্যক্তিরা।

অপরদিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর উদ্যোগে খাদ্য সহায়তা কর্মসূচী অব্যাহত রয়েছে। উপজেলার চাঁদশী ইউনিয়নের ছয়টি গ্রামের দুই শতাধিক পরিবারের মাঝে সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এস.এম. মোস্তাফিজুর রহমান ওরফে দিনু, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মহিউদ্দিন বাদশা, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।


গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, বিগত বছরের ন্যায় এবছরও করোনায় ক্ষতিগ্রস্ত উপজেলার পাঁচ হাজার ৭৩জন ব্যক্তির মোবাইল নম্বরে ইতিমধ্যে আড়াই হাজার টাকা পৌঁছে গেছে। এছাড়াও উপজেলার সাতটি ইউনিয়নের ১১ হাজার চারশ’ ৩২টি পরিবার প্রধানের মাঝে ভিজিএফ কর্মসূচীর আওতায় নগদ সাড়ে চারশ’ টাকা প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে।
গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী জানান, সরকারি সহায়তা প্রদানের পাশাপাশি মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ এমপির অর্থায়নে সাত ইউনিয়নের সাতশ’ দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। ঈদের আগে কোন পরিবার যাতে খাদ্যে কষ্টে না থাকে সে লক্ষ্যে নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা মাঠ পর্যায়ে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *