গৌরনদীতে ফুটবল টূর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৯ ফুটবল টূর্নামেন্টের সমাপনী ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বিকেলে সরকারি গৌরনদী কলেজ মাঠে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহবুবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাহিদা আক্তার। শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়।