উজিরপুরে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন
প্রতিনিধি, উজিরপুর (বরিশাল) উপজেলার উত্তর মোড়াকাঠী গ্রামের সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সরদারের লাশ কবর থেকে উপড়ে ফেলার ঘোষনা, মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রাননাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে এগারটায় ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বাসষ্ট্যান্ডে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা পরিবার ও এলাাকাবাসীর যৌথ আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বামরাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হায়দার শরীফের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি ও মুক্তিযুদ্ধকালীন বেইজ কমান্ডার আব্দুল ওয়াদুদ সরদার, মুক্তিযোদ্ধা শাহজাহান সরদার, জহিরুল আলম, আয়নাল হক, আব্দুল আউয়াল ও মুক্তিযোদ্ধার সন্তান উৎপল চক্রবর্তী, আরিফুর রহমানসহ অন্যান্যরা।
এসময় মুক্তিযোদ্ধারা বলেন, গত কয়েকদিন পূর্বে উত্তর মোড়াকাঠী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সরদার মৃত্যুবরন করলে লাশ দাফনে বাঁধা দেয় প্রতিপক্ষ জামাল সরদার, জালাল সরদার ও তাদের সহযোগীরা। এনিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের আপত্তির মুখে পিছু হটে প্রতিপক্ষরা। এরপরই থেকেই প্রতিপক্ষ গ্রুপটি মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি এবং ওই মুক্তিযোদ্ধার লাশ কবর থেকে উপরে ফেলার হুমকি দিয়ে আসছিলো। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বিক্ষুদ্ধ মুক্তিযোদ্ধারা।