বরিশাল বিভাগ

গৌরনদীর ছয় পুলিশ সদস্যের শ্রেষ্ঠত্ব

Share this:


প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) গৌরনদী সার্কেলের এএসপিসহ একই থানার পাঁচজন পুলিশ সদস্য শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। সোমবার দুপুরে জেলা পুলিশের মাসিক সভা শেষে গৌরনদী সার্কেলের এএসপি ও থানার পাঁচজন পুলিশ সদস্যকে শ্রেষ্ঠ ঘোষনা করে তাদের হাতে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম)।
জানা গেছে, থানা এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যাপক ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি হয়েছেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার ও গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন। এছাড়াও গত এক মাসে অতিদ্রুত মামলা নিষ্পত্তি করায় শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হয়েছেন একই থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান। অপরদিকে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলসহ অন্যান্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক, এএসআই পিনাকী সিকদার ও জহিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *