সেনাবাহিনীতে চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) শ্বশুড়ের সহযোগীতায় সেনাবাহিনীর ক্যাপ্টেন (ভূয়া) পরিচয় দিয়ে এলাকার বেকার-যুবকদের সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারনার মাধ্যমে মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে ।
প্রতারনার বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারনার প্রধান সহযোগী শ্বশুড় রকিব বেপারীকে আটক করেছে গৌরনদী মডেল থানা পুলিশ । এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে ।
রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান, গৌরনদী পৌর এলাকার ২নং ওয়ার্ডের বাসিন্দা রকিব বেপারী ও তার মেয়ে জামাতা (সেনাবাহিনীর ভূয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী) কবির হোসেন প্রতারণার মাধ্যমে গৌরনদীর উপজেলার টরকী চর গ্রামের বাসিন্দা মোঃ শাহাবুদ্দিন মোল্লার ছেলে ওসমান মোল্লাকে সেনাবাহিনীতে চাকরীর দেয়ার কথা বলে পাঁচ লাখ, একই এলাকার দলিল উদ্দিন হাওলাদারের ছেলে সজিব হাওলাদার কে চাকরী
দেয়ার কথা বলে পাঁচ লাখ, মাদারীপুরের কালকিনি উপজেলার চরফতে বাহাদুরপুর গ্রামের মাহমুদ হোসেনের কাছ থেকে ছয় লাখ টাকা সহ বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারনা করে এবং সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র দিয়ে ২৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে ।
সংবাদ সম্মেলনে তিনি (অতিরিক্ত পুলিশ সুপার) আরও জানান, সেনাবাহিনীর ভূয়া ক্যাপ্টেন পরিচয় দেয়া অভিযুক্ত কবির হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ছোট দিঘাটি গ্রামের বাসিন্দা। গত তিনদিন পূর্বে মুন্সীগঞ্জের লৌহজং থানা পুলিশ তাকে (কবির) আটক করেছে। সংবাদ সম্মেলনে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল-বেরুনী, ওসি মোঃ আফজাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।