বরিশাল বিভাগ

বরিশালে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা

Share this:


বরিশাল ব্যুরো : সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার প্রার্থীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে ৫ নম্বর ওয়ার্ডের খয়েরদি গ্রামে হামলায় প্রার্থীসহ আহত পাঁচজনকে শেবাচিমে ভর্তি করা হয়েছে ।


আহতরা হলেন-চেয়ারম্যান প্রার্থী হেদায়াতুল্লাহ খান আজাদী, তার কর্মী সাইদুল ইসলাম, রাকিব মাহামুদ, সজল তালুকদার এবং শরীয়তুল্লাহ ।


চেয়ারম্যান প্রার্থী হেদায়াতুল্লাহ খান আজাদী বলেন, জাগুয়া ইউনিয়নের খয়েরদি গ্রামে গণসংযোগ শেষে ফেরার সময় প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমার কর্মী সাইদুল ইসলামের অবস্থা গুরুত্বর ।

এছাড়া আমার আপন ছোট ভাই শরীয়তুল্লাহ, চাচাতো ভাই রাকিব মাহামুদ ও চাচা সজল তালুকদারকে কুপিয়ে আহত করা হয় ।


বরিশাল কোতয়ালি মডেল থানার এসআই মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *