বরিশাল বিভাগ

আগৈলঝাড়ায় ঘুষের টাকা ফেরত চাওয়ায় হামলা

Share this:


প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল) : চাকরি দিতে না পারায় ঘুষের পাওনা টাকা চাইতে গিয়ে হামলায় গুরুত্বর আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের ।


রবিবার সকালে ওই গ্রামের বলরাম মিত্র জানান, তার পুত্র বিলাস মিত্রের চাকরির জন্য একই এলাকার জগদীশ বিশ্বাসের পুত্র বিধান বিশ্বাসকে গত ছয় মাস পূর্বে চেকের মাধ্যমে এক লাখ বিশ হাজার টাকা দেয়া হয় । টাকা দেওয়ার পরেও চাকরি না হওয়ায় গত ছয় মাসেও ঘুষের পাওনা টাকা ফেরত দেয়নি বিধান বিশ্বাস ।


ওই পাওনা টাকা চাইতে জগদীশ বিশ্বাসের বাড়িতে গেলে শুক্রবার বিকেলে বাগ্বিতন্ডার একপর্যায়ে জগদীশ বিশ্বাসের নেতৃত্বে তার পুত্র বিবেক বিশ্বাসের হামলায় বলরাম মিত্র (৫৫), তার পুত্র বিভাষ মিত্র (২৪) ও কন্যা সীমা বিশ্বাস (১৮) আহত হয়। এসময় দুইপক্ষের সংঘর্ষে জগদীশ বিশ্বাসও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *