জাতীয়সারাদেশ

উপবৃত্তির টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

Share this:

রাজমিস্ত্রী সাইফুল ইসলাম ও শাহানাজ বেগমের দুই ছেলে-মেয়ে । ছেলে সৈকত সদর উপজেলার নবাববাড়ী সরকারি প্রাইমারি স্কুলের ৩য় শ্রেণীতে আর মেয়ে শারমিন প্রথম শ্রেণীতে পড়ে । চলতি বছরের রমজানের আগে ছেলে ও মেয়ের খাতা-কলম এবং পোশাকের জন্য সরকারের দেয়া উপবৃত্তির ৭২০ টাকা আসে শাহানাজ বেগমের মোবাইলের নগদ একাউন্টে ।

স্কুলের দপ্তরি মাসুম তার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে ম্যাসেজ আদান-প্রদান করার পর টাকাটি হাওয়া হয়ে যায় ।

শাহানাজ বেগমের মতো ওই স্কুলের ১৮ অভিভাবকের টাকা হাওয়া হয়ে গেছে ।

পুলিশ বলছে, সারাদেশে এমন বিভিন্ন সরকারি স্কুলের এমন ৪শ’ অভিভাবকের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র । এ চক্র এখনও সক্রিয় রয়েছে । অনেক অভিবাবক এখনও বিষয়টি বুঝতে পারছেন না ।

গত দুই মাসে প্রতারণার মাধ্যমে স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইলে সরকারের পাঠানো উপবৃত্তির টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট ৬ জনকে গ্রেপ্তার করেছে ।

গত ৩০ জুন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে মনির মিয়া, হাসান শেখ এবং কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এর আগে ৩০ মে রংপুর থেকে আসাদুল ইসলাম, আবু বকর সিদ্দিক এবং নরসিংদি থেকে খাবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় ।

সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ জানিয়েছে, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা অভিনব কৌশলে হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *