করোনার ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধণ
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) গৌরনদীতে মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধণ করা হয়েছে ।
সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস ।
এসময় উপস্থিত ছিলেন ডাঃ মাজেদুল কাওসার। উপজেলা পরিসংখ্যানবিদ নিজামুল ইসলাম জানান, দ্বিতীয় পর্যায়ে গৌরনদী উপজেলার এক হাজার আটশ’ জন ব্যক্তিকে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে ।
উদ্বোধনের দিন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত রেজিষ্ট্রেশনকৃত ৩৯ জন ব্যক্তিকে দ্বিতীয় পর্যায়ের প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে। এরমধ্যে প্রবাসী ১৯ জন ও সাধারণ ২০জন ব্যক্তি টিকাগ্রহন করেছেন ।