বরিশাল বিভাগ

গৌরনদীতে মারামারি থামাতে গিয়ে বৃদ্ধ নিহত

Share this:

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : ভাড়ার পাওনা ১৫ টাকা চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরধরে দ্বিতীয় দফার মারামারি থামাতে গিয়ে আহত শাহ আলম খান (৬২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ।

ঘটনাটি ঘটেছে উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী বেইলী ব্রীজ নামক এলাকায় ।


এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শাহআলম খানের ভাগ্নেদের সাথে ভ্যান ভাড়ার পাওনা ১৫ টাকা নিয়ে বার্থী ইউনিয়নের বেইলী ব্রীজ সংলগ্ন এলাকায় বসে দ্বিতীয় দফায় মারামারির ঘটনা ঘটে। এসময় ভ্যানচালক ও স্বজনদের মারামারি থামাতে গিয়ে ধাক্কাধাক্কিতে শাহ আলম খান মাটি পরে আহত হন ।


বৃহস্পতিবার দুপুরে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন সাংবাদিকদের জানান, ভ্যান ভাড়াকে কেন্দ্র করে বুধবার বিকেলে কমলাপুর গ্রামের ভ্যানচালক হাদিস সরদার বড়দুলালী গ্রামের সাগর সরদার ও আছিব খানকে থাপ্পর মারে ।

এনিয়ে বড়দুলালী বেইলী ব্রীজের কাছে ওই দুই কিশোর ভ্যানচালক হাদিসকে পেয়ে মারধর করে। এসময় মারামারি থামাতে গিয়ে শাহআলম খান আহত হয় । তাকে প্রথমে গৌরনদী ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে শাহআলম খান মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *