বিনোদনসিনেমা

যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব

Share this:

এবারও তার প্রিয় কর্মস্থল বিএফডিসিতে গরু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরীমণি। গত পাঁচ বছরের ধারাবাহিকতা রক্ষা করে এবার ছয়টি গরু কোরবানি দেবেন বলে গণমাধ্যমকে জানান এই অভিনেত্রী।

২০১৬ সাল থেকে প্রতিবার এফডিসিতে গরু কোরবানি দেওয়া শুরু করেন পরীমণি। সেবার একটি গরু কোরবানি দেন তিনি।

এবার কয়টি গরু কোরবানি দেবেন জানতে চাইলে পরীমণি বলেন, ‘গত পাঁচ বছর এফডিসিতে কোরবানি দিচ্ছি। এবার ছয় বছর হবে। তাই ছয়টি গরু কোরবানি দেব।’

পরীমণি গণমাধ্যমকে বলেন, ‘কোরবানি ঈদ সব সময় নানু বাড়িতে করতাম। আমি জানতাম না চলচ্চিত্রের অনেক কলাকুশলী মানবেতর জীবন-যাপন করেন। জানার পর থেকে এফডিসিতে কোরবানি দেই। যারা কোরবানি দিতে পারেন না, তাদের জন্যই এই উদ্যোগ।

এই অভিনেত্রী এফডিসিকে দ্বিতীয় পরিবার মনে করেন। তিনি বলেন, ‘যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব।’ তবে এবার সতর্কতার সঙ্গে কোরবানি দেবেন; স্বাস্থ্যবিধি মেনে মাংস বিতরণ করবেন বলে জানান তিনি।

গত বছর করোনা মহামারির মধ্যেও পাঁচটি গরু কোরবানি দেন পরী। এসব কোরবানির মাংস নিজে দাঁড়িয়ে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *