সাইমন সাদিকের প্রশংসায় বান্নাহর নাটক ‘মায়ের ডাক ‘
জুলাই মাসের শেষের দিকে অন্তর্জালে অবমুক্ত মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত নাটক ‘মায়ের ডাক”। যেটি প্রকাশিত হওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছে।তবে নাটকটি নজরে আসে বড় পর্দার বেশ কিছু পরিচালক ও তারকাদের। সাধারণত এসব ব্যাপার নজরে খুব কম আসে। তবে এবার একটু ভিন্নতর হলো বিষয়টি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক নিজের ফেসবুকে শেয়ার করে বান্নাহর নাটক ‘মায়ের ডাক ‘ নাটকটির প্রশংসা করলেন।
তিনি সেখানে লেখেন”মায়ের ডাক”
Mabrur Rashid Bannah ভাই,আপনার সব কাজই কোনো না কোনো ভাবে একটা ওজন বহন করে।
কিন্তু “মায়ের ডাক” যেনো এখনকার সমাজ কে দেখিয়ে দিলো,তোমরা সবাই ভুল পথে যাচ্ছো।
“মায়ের ডাক” দেখে যেনো সবাই সঠিক পথে ফিরে আসে।খুব সাধারণ গল্প,চলমান গল্প।কিন্তু সময়ের আর সমাজের কথাটা অসাধারণ ভাবে উপস্থাপন করলেন বান্নাহ ভাই।খুব ভালো লেগেছে।শিক্ষা নেয়ার চেষ্টাটা থাকুক সবার মধ্যে। ভালোবাসা ভাই।
নায়কের রিপ্লে দিলেন মাবরুর রশিদ বান্নাহ, ধন্যবাদ ভাই এতো সুন্দর করে বলার জন্য । আপনি একজন ভালো মানুষ আমার কাছে এটা অনেক আগে থেকেই মনে হয় । কথাটা আপনাকে আগেও বলেছি । গন্ডির বাইরে এ জাতির বেশির ভাগ এরই প্রশংসা করার স্বভাব নেই । আপনি সেখানে ব্যাতিক্রম হলেন । রেস্পেক্ট 😇 Symon Sadik।
তাদের এই ভালোলাগা ভালোবাসা নজরে পুরো নাট্যপ্রেমী ও সিনেপ্রেমীদের মনেও। অনেকেই সেখানে আরো কমেন্টস করছেন।
নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, তাহসান খান, তৌসিফ মাহবুব, ফারহান আহমেদ জোভান,মম,ফারিণ,পায়েল,সহ অনেকেই