বরিশাল বিভাগ

বরিশালে করোনায় একদিনে ৩২২ জন আক্রান্ত ॥ মৃত্যু-১৪

Share this:


বরিশাল ব্যুরো : গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আটজন এবং উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময় বিভাগে নতুন করে ৩২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন ।
শনিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ছয়জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে ।

এছাড়া বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৯ জনে। পাশাপাশি নতুন আক্রান্ত নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৪৪ জনে। এরমধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৫৯ জন ।


সিনিয়র স্টাফ নার্সের মৃত্যু ॥ করোনায় আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রেহানা পারভীনের (৪০) মৃত্যু হয়েছে। তিনি (রেহানা) ও তার স্বামী একই হাসপাতালের ইলেকট্রিশিয়ান মোঃ মহসিন দুইদিন আগে করোনা পজেটিভ হন। শুক্রবার বিকেলে তাদের শেবাচিমের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রেহানার মৃত্যু হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *