নববধূকে উত্যক্তের প্রতিবাদ করায় হামলা ॥ আহত-৩
বরিশাল ব্যুরো : নববধূকে উত্যক্তের প্রতিবাদ করায় চিহ্নিত বখাটেদের হামলায় একই পরিবারের তিনজন রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । এ ঘটনায় সোমবার দিবাগত রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার কুড়লিয়া গ্রামের ।
অভিযোগে জানা গেছে, ওই গ্রামের সুভাষ মধুর যুবতী কন্যাকে দীর্ঘদিন থেকে যৌণ হয়রানী করে আসছিলো একই এলাকার মৃত নারায়ন মধুর পুত্র নির্মল মধু ও তার সহযোগি নিরঞ্জন মধু । তাদের অব্যাহত হয়রানীর কারণে গত ১৬ জুলাই ওই যুবতীকে বিয়ে দেয়া হয় । সূত্রে আরও জানা গেছে, গত ২ আগস্ট সকালে নববধু তার বাবার বাড়িতে বেড়াতে আসলে বখাটে নির্মল মধু ও নিরঞ্জন মধুর নেতৃত্বে তাদের ৪/৫ জন সহযোগিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক তাকে (নববধূ) বাড়ি থেকে অপহরনের চেষ্টা চালায় ।
এসময় ওই নববধূ চিৎকার শুরু করলে তাকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। সুভাষ মধু ও তার ভাই সুকদেব মধু চিৎকার শুনে এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে বখাটেরা। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এ ঘটনায় সুভাষ মধু বাদি হয়ে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার সকালে থানার ওসি আলী আরশাদ অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, পুরো ঘটনার তদন্তসহ অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে ।