বরিশাল বিভাগ

ফ্রি অক্সিজেন ও মেডিসিন সেবার উদ্বোধণ

Share this:


বরিশাল ব্যুরো : করোনায় আক্রান্তদের জন্য জেলা প্রশাসনের বিনামূল্যে অক্সিজেন সেবা ও দরিদ্র অসহায় মানুষের জন্য ফ্রি মেডিসিন সেবার উদ্বোধণ করা হয়েছে । এখন থেকে ফোন করলেই রোগীদের বাসায় এ সেবা পৌঁছে দেয়া হবে ।


বুধবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশাল সদর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে অক্সিজেন সেবা ও ফ্রি মেডিসিন সার্ভিসের উদ্বোধণ করেছেন বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল । চৌকস জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস ।


জেলা প্রশাসক জানিয়েছেন, প্রথমে ১০০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে যাত্রা শুরু করা এ সেবা পরিচালনা করা হবে। পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী দরিদ্র অসহায় মানুষের জন্য ২২ ধরনের ওষুধ দেওয়া হবে। অক্সিজেনের জন্য ২৪ ঘন্টার হটলাইন নাম্বার (০১৭৪৫-০৩৬৫৪০, ০১৭১২-৭০০৩৩৮, ০১৯৬৯-৭৯৩৮৭৬, ০১৭৬৭-৫৮১৭২২ ও ০১৯৯৯-৭৮৫৮৯৩) ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *