বরিশালে ব্যাংক কর্মকর্তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
বরিশাল ব্যুরো : নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে বৃহস্পতিবার সকালে অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও হোমিও চিকিৎসক অধ্যাপক (অব.) ডাঃ মোঃ মঞ্জুর মোর্শেদের (৭০) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। নিহত ডাঃ মোঃ মঞ্জুর মোর্শেদ কাশিপুর এলাকার নব বায়ো-হোমিও চিকিৎসালয়ের স্বত্বাধিকারী। তিনি অগ্রণী ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। তার পুত্র জগলুল মোরশেদ প্রিন্স নগরীর ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ।
স্বজনদের দাবি, মঞ্জুর মোর্শেদ বুধবার রাতে বাসায় একায় ছিলেন। বৃহস্পতিবার সকালে তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে বাসার পেছনের জানালার একটি গ্রিল ভাঙা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পান ।
পাশাপাশি তার নাকে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে ।
এয়ারপোর্ট থানার ওসি কমলেশ হালদার বলেন, নিহতের হাত ও পা রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। একইসাথে তার নাক ও মুখে রক্তাক্ত জখমের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। তিনি আরও জানান, সিআইডির টিম ঘটনাস্থলে রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।