বিনোদনসিনেমা

বিজ্ঞাপনে তানিন সুবহা

Share this:

ঢাকাই সিনেমার ‘দেমাগ’ কইন্যা ও বর্তমান প্রজন্মের আলোচিত চিত্রনায়িকা তানিন সুবহা।কারণে অকারণে বার বার এসেছে খবরের শিরোনামে।সর্বশেষ জাকির হোসনে রাজু পরিচালিত ছবি ‘ভালো থেকো’ ছবিতে অভিনয় করে বেশ সুনাম কুড়িয়েছিলেন এই চিত্রনায়িকা।

তানিন সুবাহ সিনেমায় কাজ করার পাশাপাশি নাটক,টেলিফিল্ম, ওয়েব ফিল্ম,এবং বিগ বাজেটের মিউজিক ভিডিওতেও কাজ করেন।বর্তমান সময়ে তিনি ধারাবাহিক নাটকে কাজ করছেন বেশী।

সম্প্রতি তিনি একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন। ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর একটি বিজ্ঞাপন ছিল।রুবেল মাহমুদ এর পরিচালনায় এই বিজ্ঞাপনের শুটিং শেষ হয়।

বিজ্ঞাপনের প্রসঙ্গে ডেইলি বাংলাদেশ টাইম কে তানিন সুবহা বলেন, ভালো একটি গল্প ছিল তাছাড়া একটু ভ্যারিয়েশন ছিল গল্পে। মোটামুটি গল্প ও চরিত্র দুইটি মনের ছিল। আসলে মনের মত কাজ হলে একটা বুস্টার ফিল হয়। প্রডাকশনের সবাই খুব হেল্পফুল ও ফ্র‍্যান্ডলি থাকার কারণে কাজটি আগ্রহের সাথেই শেষ করলাম।

বিজ্ঞাপনে আরো ছিলেন প্রহর,তানিন সুবহা, নূর হোসেন চার্লি, দিগন্ত, সাদিয়া মির্জা, শাহজাদা রিপন, মতিন তালুকদার, মনির, মাহবুব, শিশু শিল্পী – সিমান। বিশেষ দৃশ্যে- রুবেল মাহমুদ ও কাজল রানা। বিশেষ কৃতজ্ঞতায় কিশোর রাব্বানী।

২০১৫ সালে আজাদ কালামের পরিচালিত ‘জমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন তানিন। এ নাটকের মাধ্যমে মিডিয়ায় অভিষেক ঘটে তার। তারপর থেকে অভিনয়ে নিয়মিত তিনি।

তানিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দেমাগ’। ২০১৯ সালে মুক্তি পায় এটি। সিনেমাটি পরিচালনা করেন মুকুল নেত্রবাদী। নয়ন মাহমুদের ‘মোমের পুতুল’, জাবেদ জাহিদের ‘দুই রাজকন্যা’, আনোয়ার শিকদারের ‘রাজা-রানীর গল্প’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *