৩৩৩ ফোন করে সহায়তা পেল গৌরনদীর ১২টি পরিবার
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : উপজেলার ১২টি হতদরিদ্র পরিবার জাতীয় কল সেন্টার ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা চাওয়ায় ওই পরিবারেরগুলোর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে ।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকতার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আলিম হোসেনসহ অন্যান্যরা ।